বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কাউখালীতে স্কুলছাত্রীর আত্মহত্যা 

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি 

কাউখালীতে স্কুলছাত্রীর আত্মহত্যা 

পিরোজপুরের কাউখালীতে চিরকুট লিখে পঞ্চম শ্রেণির ছাত্রী মুমু বসতঘরে আরার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মুমু পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার তুষখালীর মাসুম মোল্লার মেয়ে। 

মুমু পিরোজপুরের কাউখালী উপজেলার গান্ডতা গ্রামে মায়ের সঙ্গে তার নানা হেমায়েত সরদারের বাড়ি থাকেন গান্ডতা সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণিতে পড়ে। 

আত্মীয়-স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার দিন রাতে মুমুর মা তার ছোট বোন অসুস্থ হওয়ায় তাকে নিয়ে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন মুমু রাতে গলায় ফাঁস দেয় পরে নানা দেখতে পায় সে ঝুলে আছে পরে কাউখালী থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

এ বিষয়ে কাউখালী থানা ওসি মো. সোলাইমান জানান, এখনো কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে। 

টিএইচ